বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের দোয়া
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৬ ২০:৩৭ পি এম
বগুড়ার শাজাহানপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন উপজেলা শাখার উদ্যোগে বুধবার (১৪ জানুয়ারি) এ কর্মসূচি পালন করা হয়।
বিকেলে উপজেলার আড়িয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আছর এবং সন্ধ্যায় আমরুল ইউনিয়নের মাড়িয়া হাফিজিয়া মাদ্রাসায় বাদ মাগরিব দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমরুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির দুলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক এনাম। তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সদস্য আব্দুস সোবহান জিন্নাহ, শাজাহানপুর উপজেলা বিএনপির সহসভাপতি তমেজ উদ্দিন ও শাহিনুর রহমান শাহীন, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এম আর মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রতন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা মাসুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ ছাড়া স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীরাও অংশ নেন।
দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি জিয়া পরিবার এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
আরআই
- জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন
- বগুড়ার দুপচাঁচিয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষ রঞ্জন কুমার পাল
- মহেশখালীতে হচ্ছে জাপানি মডেলে ‘আদর্শ মৎস্যগ্রাম’
- বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, যুবদল নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩
- বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের দোয়া
- জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ
- নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চান প্রধান উপদেষ্টা
- বগুড়া জেলার শ্রেষ্ঠ মাদরাসা প্রধান হাফিজুর রহমান
- শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই
- জি আই পণ্য ‘কচুর লতি’র নাম বদলে ‘পাঁচবিবির কচুর লতি’ করার দাবি